
আগামী কাল থেকে দেশে সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত ‘সর্বাত্মক লকডাউনে’ দেশব্যাপী সাত দিনের কঠোর লকডাউনের আগ মুহূর্তে বাড়ি ফিরছেন নিম্ন আয়ের মানুষরা। তবে দূরপাল্লার যানবাহন বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন তারা। যে যেভাবে পারছেন ঢাকা ছাড়ছেন।
মঙ্গলবার (১৩ এপ্রিল) রাজধানীর বিভিন্ন জায়গা সরজমিনে পরিদর্শন করে দেখা যায়, ট্রাক, কাভার্ডভ্যান ও মোটরসাইকেলে করেও যাত্রা করছে অনেককে। ভোর থেকেই রাস্তার মোড়ে মোড়ে অসংখ্য মানুষ বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছেন। একদিকে পরিবহন সংকট অন্যদিকে লকডাউনে নগরীতে জীবিকা সংকট। ঢাকা না গ্রাম; উভয় সংকটে শ্রমজীবীরা। রাজধানীর গাবতলী, আব্দুল্লাহপুর, যাত্রাবাড়ী, সায়েদাবাদ ও মহাখালীতেও ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়।
হাজারো নিম্ম আয়ের মানুষ ও দিনমজুর সোমবার রাতভর আপন গন্তব্যে যেতে জড়ো হন নগরীর বিভিন্ন পয়েন্টে। যদিও দূরপাল্লার সব ধরনের পরিবহন বন্ধ রয়েছে। তারপরও জীবিকা সঙ্কটের আতঙ্কে যেভাবে পারছেন নগরী ছাড়ছেন নিম্ন আয়ের মানুষেরা। রাস্তায় ট্রাক, কাভার্ডভ্যান কিংবা প্রাইভেটকার দেখলেই হাত বাড়ান তারা। অতিরিক্ত ভাড়া দিয়েও বাড়ি ফিরতে চান। তবে যানবাহন সংকট ঘরমুখী মানুষের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ।