শনিবার বাংলাদেশে আসছে চ্যাম্পিয়নস ট্রফি

ক্রীড়া প্রতিবেদক : চলতি বছরের জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির অষ্টম আসর। এবারের এই আসরে অংশ নিবে আটটি দল। তার আগে চ্যাম্পিয়নস ট্রফির ট্রফি অংশ নিতে যাওয়া আটটি দেশে ঘুরছে।

তারই অংশ হিসেবে আগামীকাল শনিবার বাংলাদেশে আসবে এই ট্রফি। থাকবে ২০ তারিখ পর্যন্ত। ট্রফিটে শনি ও রোববার এই দুদিন রাখা হবে যমুনা ফিউচার পার্কের সেন্টার কোর্টে রাখা হবে। যাতে সবাই ট্রফিটি দেখতে পারে। শনি ও রোববার সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত ট্রফিটি সেখানে থাকবে।

যমুনা ফিউচার পার্ক থেকে পরে ঢাকার একটি আইকনিক লোকেশনে নিয়ে যাওয়া হবে আনুষ্ঠানিক ফটোশ্যুট করার জন্য। ট্রফিটি নিয়ে যাওয়া হবে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামেও। যাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা ট্রফির সঙ্গে ছবি তুলতে পারেন কিংবা ভিডিও করতে পারেন। এর পাশাপাশি ইউনিসেফ বাংলাদেশ সুবিধাবঞ্চিত শিশুদের জন্যও ভালো কিছু উদ্যোগ হাতে নিয়েছে।

ট্রফিটির ওজন ৩ কেজি ১ গ্রাম। উচ্চতা ৪৬ সেন্টিমিটার। এর ভিত্তিটির আয়তন ৪৭ সেন্টিমিটার। আর উপরের অংশের আয়তন ৪৮ সেন্টিমিটার।