
জ্যেষ্ঠ প্রতিবেদক : শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন (৫ জানুয়ারি) বিএনপিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’-এ সমাবেশের অনুমতি না দেওয়ায় বিক্ষোভ কর্মসূচি দিয়েছে দলটি। এর অংশ হিসেবে শনিবার ঢাকা মহানগরীর থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ যে গণতন্ত্র হত্যাকারী দল তার আর একটি প্রমাণ হলো, বিএনপিকে সমাবেশ করতে বাধা দেওয়া। তারা যদি গণতান্ত্রিক রীতি-নীতিতে ন্যূনতম বিশ্বাসী দল হতো তাহলে বিএনপিকে সভা-সমাবেশ করতে বাধা দিতো না।’
‘এর মাধ্যমে সরকারের গণতন্ত্র ও গণতন্ত্রে স্বীকৃত বিরোধীদলের অধিকারের ওপর দুর্বৃত্তমূলক আচরণের বহিঃপ্রকাশ ঘটেছে। মূলত: বর্তমান ভোটারবিহীন সরকার গণতন্ত্রের নিষ্ঠুর প্রতিপক্ষ। তাদের বাকশালী প্রেতাত্মা আরো বিধ্বংসী রুপ নিয়ে আত্মপ্রকাশ করেছে’, বলেন তিনি।