শপথ নিতে পারলেন না নবনির্বাচিত সদস্যরা

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনতাজুর রহমান আকবর, আপিল বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন দিলু, শিল্পী সমিতির সভাপতি শাকিব খান এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক বরাবর আদালত এ নির্দেশনা দিয়েছেন।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনতাজুর রহমান আকবর আদালতের চিঠি পেয়েছেন। বিজ্ঞ আদালতের নির্দেশ অনুসারে শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।

গত ৫ মে বিএফডিসিতে অনুষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মিশা সওদাগর ও জায়েদ খান।
স্থগিত করা হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠান।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ করার কথা ছিল। কিন্তু চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা রমিজ উদ্দিন আদালতে শপথ গ্রহণ স্থগিতের আবেদন করেন। ঢাকার জ্যেষ্ঠ সহকারী জজ দ্বিতীয় আদালতের বিচারক শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিতের আদেশ দেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর না করার জন্য অন্তবর্তিকালীন অস্থায়ী নিষেধাজ্ঞাও জারি করা হয়।