শোকবার্তা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি পরিবার।
এক শোকবার্তায় সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
শোকবার্তায় বলা হয়, শরিফ ওসমান বিন হাদি ছিলেন একজন স্পষ্টভাষী ও সাহসী সংগঠক। সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। শরিফ ওসমান বিন হাদি ছিলেন একজন সাহসী ও প্রতিবাদী কণ্ঠস্বর। তাঁর অকাল প্রয়াণে দেশ একজন সচেতন সংগঠক ও সমাজসেবককে হারাল, যা অপূরণীয় ক্ষতি।
আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।


