শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে জাতিসংঘ মহাসচিব

শনিবার (২০ ডিসেম্বর) জাতিসংঘের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়েছে।

বাংলাদেশের চলমান পরিস্থিতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিব বলেন, শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ড অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনায় দ্রুত, নিরপেক্ষ, পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। তদন্তটি আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী হওয়া প্রয়োজন বলেও উল্লেখ করেন মহাসচিব।

এ ছাড়া মহাসচিব সকল পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান এবং সহিংসতা থেকে বিরত থাকার তাগিদ দেন। তিনি উত্তেজনা কমানো ও সর্বোচ্চ সংযম প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করেন, যাতে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে দেশে একটি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় থাকে।