ঢালিউড অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি শৈশবেই শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন। শিশুশিল্পী হিসাবে তার অভিনয় যেমন প্রশংসা পেয়েছে, ঠিক তেমনি সময়ের সঙ্গে সমালোচিতও হয়েছেন তিনি। তবে এখন আর এসব নিয়ে ভাবেন না বলে জানিয়েছেন দীঘি।
তিনি বলেন, তার মনোযোগ শুধু নিজের কাজ ও ভালো কিছু করার দিকে। একটা সময় অভিষেক হয় বড়পর্দায়। চিত্রনায়িকা হিসেবে যাত্রা করলেও সেই সাফল্য ধরে রাখতে পারেননি অভিনেত্রী। বিপরীতে নানা সমালোচনা ও ট্রলের শিকার হতে হয়েছে তাকে। এ অবস্থায় চেষ্টা ছিল ঘুরে দাঁড়ানোর। ‘জংলি’ সিনেমায় অভিনয়ে সিনেমাপ্রেমী দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়েছেন তিনি। পরে কাজ করেছেন ‘বরবাদ’ সিনেমায়।
প্রার্থনা ফারদিন দীঘি অভিনয়ে ঘুরে দাঁড়ালেও ভুলে যাননি অতীতের সেই কঠিন সময়ের কথা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন। দীঘি বলেন, অসুস্থতার জন্য আমার ওজন বেড়ে গিয়েছিল। সেই সময় আমাকে নিয়ে নানা ধরনের মন্তব্য করা হয়েছে, ব্যঙ্গ করা হয়েছে।
অভিনেত্রী বলেন, একপর্যায়ে আমি হতাশ হয়ে পড়েছিলাম। আসলে আমি যেসব ওষুধ খেতাম, তাতে আমার শরীর ফুলে যেত। তবে পরে অনেক পরিশ্রম, ডায়েট ও ধৈর্যের মাধ্যমে নিজেকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পেরেছি।
তিনি বলেন, আগে এসব খুব কষ্ট দিত। এখন বুঝি, অনেকে অন্যকে ছোট করার জন্য নিজেকে বড় ভাবতে পছন্দ করেন। আমার ভুল ধরার একমাত্র মানুষ হচ্ছেন আমার বাবা। আর আমার সবচেয়ে বড় সমালোচকও তিনি।
উল্লেখ্য, গত শুক্রবার থেকে ‘বিদায়’ সিনেমাটির শুটিং শুরু হয়েছে। ‘বিদায়’ সিনেমার গল্পটি মানুষের ভেতরের টানাপোড়েন ও মানবিক সম্পর্কের প্রতিচ্ছবি। দীঘি এ মুহূর্তে সেই সিনেমায় জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজের সঙ্গে জুটি হয়ে শুটিং করছেন। সুনামগঞ্জের বিভিন্ন লোকেশনে শুটিং চলছে সিনেমাটির। আগামী নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত টানা শুটিং চলবে।


