বিনোদন ডেস্ক : গত মাসে ব্র্যাড পিটের কাছ থেকে বিচ্ছেদ চেয়ে আদালতে আবেদন করেছেন অ্যাঞ্জেলিনা জোলি। এবার তার শরীর থেকে ব্র্যাডের সকল ট্যাটু মুছে ফেলতে চান এ অভিনেত্রী।
একটি সূত্রের বরাত দিয়ে এস শোবিজ তাদের প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, জোলি যত দ্রুত সম্ভব তার শরীর থেকে ব্র্যাডের স্মৃতি বিজড়িত সকল ট্যাটু মুছে ফেলতে চান। জোলির কাছে তার ট্যাটুগুলো অনেক সিম্বলিক। কিন্তু তার চারপাশে ব্র্যাডের সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিষয় তিনি রাখতে চান না।
শুধু জোলির শরীরেই নয়, ব্র্যাডের শরীরেও রয়েছে জোলির ট্যাটু। শোনা যায়, ব্র্যাড এবং জোলি দুজনই থাই ট্যাটু মাস্টার আজর্ন নু কারপাইয়ের কাছ থেকে ট্যাটু আঁকিয়েছেন। প্রচলিত প্রথা অনুযায়ী তারা একই কালি দিয়ে ট্যাটু আঁকিয়েছেন। এতে নাকি স্বামী-স্ত্রীর মধ্যে বন্ধন দৃঢ় হয়।
তবে ট্যাটু মুছে ফেলার এমন প্রক্রিয়া জোলির এবারই প্রথম নয়। এর আগে প্রাক্তন স্বামী বিলি বব থর্টনের নামের ট্যাটু মুছে ফেলেছিলেন এ অভিনেত্রী