শরীয়তপুরে পাইপগান-ককটেলসহ আটক এক

জেলা প্রতিনিধিঃ শরীয়তপুরের জাজিরা উপজেলায় আইয়ুব আলী মাদবর (৫৫) নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। তার কাছ থেকে একটি পাইপগান, কার্তুজ ও ১২টি ককটেলসহ।

বিকেল সাড়ে ৫টার দিকে শনিবার (৩ জুলাই) উপজেলার নমশুদ্রকান্দি এলাকার সুবহান মাদবরের বসতবাড়ির পরিত্যক্ত রান্নাঘরের এগুলো উদ্ধার করা হয়। গ্রেফতার আইয়ুব আলী মাদবর উপজেলার বিকেনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নমশুদ্রকান্দি গ্রামের মৃত তাহের আলী মাদবরের ছেলে।

রোববার (৪ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় র‍্যাব-৮।

র‌্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে আইয়ুব আলী স্বীকার করেন, তার ভাই পলাতক আসামি শের আলী (৪০) পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী মো. এরশাদ মাদবরের (৩০) পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসাতে ওইসব অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য তার রান্নাঘরে রাখেন।

এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে জাজিরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।