
শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বালার বাজারে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে পড়ে চট্টগ্রাম-খুলনা মহাসড়কে যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার বালার বাজার বেইলি ব্রিজে এ ঘটনা ঘটে।
সখীপুর থানার অফিসার ইনচার্জ মনজিরুল আলম বলেন, রাত ৯টার দিকে রডভর্তি একটি ট্রাক জেলার ভেদরগঞ্জের বালার বাজার বেইলি ব্রিজে উঠলে ব্রিজ ভেঙে ট্রাকটি খালে পড়ে যায়। এতে কেউ হতাহত না হলেও চট্টগ্রামের সঙ্গে খুলনা বিভাগের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ব্রিজের দুই পাড়ে শতাধিক গাড়ি আটকা পড়েছে। ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।