২৬ ডিসেম্বর (শুক্রবার), ঢাকা: আধিপত্যবাদবিরোধী শহিদ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় রাজধানীর উত্তরায় ত্রিশ পাড়া কুরআন পাঠ খতম করা হয়েছে।
আজ (শুক্রবার) জুমার নামাজের পর উত্তরার শহিদ মুগ্ধ মঞ্চে এ কুরআন খতম আয়োজন সম্পন্ন হয়। এতে প্রায় অর্ধ-শতাধিকেরও বেশি কুরআনে হাফেজ অংশগ্রহণ করেন।
জানা যায়, উত্তরার ছাত্রজনতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক থানা কমিটির উদ্যোগে আয়োজনটি অনুষ্ঠিত হয়েছে। এ সময় ওসমান হাদি হত্যার বিচারের দাবি জানান বক্তারা।
এ ব্যাপারে তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সরদার রিয়াদ বলেন, আমরা ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার চাই। এই খুনের সাথে জড়িত পুরো চক্রকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। দেশের ভেতরে লুকিয়ে থাকা সকল আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করে হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে।
আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উত্তরখান থানার আহ্বায়ক আব্দুর রহমান নাবিল বলেন, খুনীরা ভেবেছিল বিপ্লবী ওসমান হাদিকে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশে জুলাইয়ের শক্তিকে বিনষ্ট করে দিবে। কিন্তু, না। ওসমান হাদীর রক্তে আরো জোরালোভাবে ঐক্যবদ্ধ হয়েছি আমরা।


