
আজ ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে শহীদদের স্মরণে এক শান্তিপূর্ণ মৌন মিছিল অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল—গণতন্ত্র, ভোটাধিকার এবং জনগণের ন্যায্য অধিকারের জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাদের আত্মত্যাগের চেতনাকে সামনে রেখে এক নিরব প্রতিবাদ প্রকাশ করা।
এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ন আহবায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন বলেন, আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি সেই সকল সাহসী শহীদদের, যাঁরা এদেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মোৎসর্গ করেছেন। তাদের রক্তের ঋণ আমরা ভুলিনি, ভুলবো না। তাঁদের আত্মদান আমাদের আন্দোলনের প্রেরণার উৎস হয়ে থাকবে চিরকাল।
মুহাম্মদ আফাজ উদ্দিন আরও বলেন, আমি এই কর্মসূচির শুরু থেকে শেষ পর্যন্ত কর্মীদের পাশে ছিলাম। আমার দৃঢ় বিশ্বাস—রাজনীতির প্রকৃত শক্তি কর্মীদের সঙ্গে থাকা এবং তাঁদের প্রতি সম্মান প্রদর্শনের মধ্যেই নিহিত। এই ঐক্যই আমাদের লক্ষ্যপূরণে সহায়ক হবে। শহীদদের স্মরণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ—তাদের রক্ত বৃথা যেতে দেব না। গণতন্ত্র প্রতিষ্ঠার এই লড়াই অব্যাহত থাকবে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সালাহউদ্দিন আহমেদ।
সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব জনাব মোস্তফা জামান।