শহীদ নূর হোসেন দিবসে শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক : শহীদ নূর হোসেন দিবসে আজ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেছে আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা।

আজ সকালে প্রথমে রাজধানীর জিরো পয়েন্ট এলাকায় শহীদ নূর হোসেন স্কয়ারে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর ঢাকা মহানগর আওয়ামী লীগসহ আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা একে একে শ্রদ্ধা নিবেদন করেন।

১৯৮৭ সালের এদিনে নূর হোসেনের রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। তার এই আত্মত্যাগ তৎকালীন স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের আন্দোলনকে বেগবান করে। স্বৈরাচার বিরোধী গণ-আন্দোলনে বুকে-পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’- স্লোগান লিখে বিক্ষোভ করেছিলেন নূর হোসেন।

রাজধানীর জিরো পয়েন্ট এলাকায় (বর্তমান শহীদ নূর হোসেন স্কয়ার) পুলিশের গুলিতে শহীদ হন তিনি। নূর হোসেনের এ আত্মদান স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন মাত্রা যোগ করে। সেদিন নূর হোসেন ছাড়াও নূরুল হুদা ও কিশোরগঞ্জের বাজিতপুরের খেতমজুর নেতা আমিনুল হুদা শহীদ হন। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরশাসকের পদত্যাগের মধ্যদিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়।