শহীদ বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ দোয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক : একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের জন্য দোয়া ও কল্যাণ কামনা করা হয় মোনাজাতে।

শুক্রবার জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান।

মোনাজাতে মসজিদের ইমাম মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলেন, ‘হে আল্লাহ, মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারে শান্তি দাও।

মোনাজাতে যেকোনো অপশক্তির ষড়যন্ত্র থেকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হেফাজতের জন্য আল্লাহপাকের সাহায্য কামনা করেন তিনি।

এ ছাড়া মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের জন্যও দোয়া করা হয়।