শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়েরবাজার বদ্ধভূমিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়েরবাজার বদ্ধভূমিতে মানববন্ধন করেছে মুক্তিযুদ্ধে শহীদদের সন্তাদের সংগঠন প্রজন্ম ৭১।

শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর বুধবার সকালে বদ্ধভূমিতে ঘণ্টাব্যাপী তারা মানববন্ধন করেন।

এ সময় তারা কয়েকটি দাবি তুলে ধরেন। বুদ্ধিজীবী শহীদ আলিম চৌধুরির মেয়ে ড. নুসহাত চৌধুরী বলেন, সকল শহীদের নাম অবিলম্বে গেজেটভুক্ত করা, যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করা, স্বাধীনতাবিরোধী জামায়াতসহ জঙ্গি প্রতিষ্ঠান নিষিদ্ধ করা, শহীদদের তালিকা করা, যুদ্ধাপরাধীদের তালিকা করাসহ বিভিন্ন দাবিতে আমরা মানববন্ধন কর্মসূচি পালন করছি।

বুদ্ধিজীবী শহীদ সিরাজ উদ্দিনের সন্তান জাহিদ রেজা নুর বলেন, মূলত ১৯৭১ সালের মার্চ থেকেই পরিকল্পিতভাবে পাকিস্থানিরা এদেশেকে মেধা শূন্য করার জন্য একের পর এক হত্যা করতে থাকে। আর ডিসেম্বর মাসে তারা একসঙ্গে অনেক বুদ্ধিজীবীকে হত্যা করে।

তিনি বলেন, বহুদিন পরে হলেও যুদ্ধাপরাদীদের বিচার হচ্ছে। এটা ইতিবাচক। তিনি সকল যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন বুদ্ধিজীবী শহীদ মুনীর চৌধুরির সন্তান আসিফ মুনীর, শহীদ নিজাম উদ্দিনের সন্তান শাফকাত মিজান, শহীদ আব্দুল ওয়াহাবের সন্তান মিজানুর রহমানসহ আরো অনেকে।