শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

ঢাকা | ২৭ ডিসেম্বর ২০২৫, শনিবার: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত কবরস্থানে তিনি এ জিয়ারত করেন।

এ সময় তারেক রহমান শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। কবর জিয়ারতকালে তাঁর সঙ্গে দলের নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জিয়ারত শেষে তিনি শহীদদের আত্মত্যাগ স্মরণ করেন এবং তাদের আদর্শ ও সংগ্রামকে জাতির জন্য অনুকরণীয় হিসেবে উল্লেখ করেন।