শাকিবের বেশ প্রশংসা করেন শুভশ্রী

বিনোদন ডেস্ক: শাকিব খান কলকাতায় কতটা নিজের জায়গা তৈরি করতে পারবে? এ প্রসঙ্গে শুভশ্রী বলেন, ‘আমার মনে হয়, শাকিবের আর একটু সময় লাগবে। নবাব ওর দ্বিতীয় সিনেমা যা কলকাতায় মুক্তি পেয়েছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বনগাঁর মতো অঞ্চলে ওর অনেক দর্শকপ্রিয়তা। আর এটা ওর অভিনীত মাত্র দুইটি সিনেমা দিয়ে। ওর যদি আরো সিনেমা আমাদের এখানে মুক্তি পায় তবে আমাদের দর্শকরা ওকে ভালোভাবে গ্রহণ করবে। কারণ ওই বিষয়গুলো ওর মধ্যে রয়েছে।’

ঈদুল ফিতরে বাংলাদেশে মুক্তি পায় শাকিব খান অভিনীত সিনেমা ‘নবাব’। এতে কলকাতার শুভশ্রীর সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন তিনি। বাংলাদেশে সিনেমাটি যেমন দর্শকপ্রিয়তা পায় তেমনি ব্যবসায়ীকভাবেও সফল হয়েছে।

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমাটি আজ কলকাতায় মুক্তি পেয়েছে। কলকাতায় সিনেমাটির মুক্তি উপলক্ষে ভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন অভিনেত্রী শুভশ্রী। এ সময় শাকিবের বেশ প্রশংসা করেন এই অভিনেত্রী।

নবাব সিনেমায় শাকিবের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা জানতে চাইলে শুভশ্রী বলেন, ‘শাকিব বাংলাদেশে সুপার-ডুপার স্টার। কাজের প্রতি ও খুব ডেডিকেটেড। শুটিং সেটে খুব কম কথা বলে। আমরা যেখানে সারাক্ষণ হইহুল্লোর করি, মজা করি, আমরা পাঁচটা কথা বললে সেখানে ও হয়তো একটি কথার উত্তর দেবে। ও খুব ভালো মানুষ।’

শাকিবের গুড লুক, পারফরম্যান্স, না জনপ্রিয়তা- কোনটা বেশি প্রাধান্য দেবেন? এমন প্রশ্নের উত্তরে শুভশ্রী বলেন, ‘জনপ্রিয়তা আমি নিজেও দেখেছি। তাই আমি প্রথমত প্রাধান্য দিই হিউম্যান বিয়িং। তবে শাকিবের ক্ষেত্রে তার ডেডিকেশনটা বেশি প্রাধান্য দিই। ও যখন কথা বলে তখন শুধু ওর কাজ নিয়েই কথা বলে। ওর কাজের প্রতি যে প্যাশন সেটাকে প্রথম, এরপর ওর গুড লুকিংয়ের কথা বলব।’