শাকিবের ৪১ বসন্ত পার

১৯৯৮ সালে নৃত্য পরিচালক আজিজ রেজার আমন্ত্রণে সায়েদাবাদে তার ড্যান্স একাডেমিতে যাবার পর সুদর্শন যে তরুণটি হাত বাড়িয়ে বলেছিলেন ‘আমি মাসুদ রানা’, তিনিই আর কেউ নয় আজকের কিং খান খ্যাত শাকিব খান।

অসংখ্য ভক্তের প্রিয় শাকিব খানের ৪২তম জন্মদিন আজ। ১৯৭৯ সালের আজকের এ দিনে (২৮ মার্চ) জন্মগ্রহণ করেন তিনি। বাবা-মায়ের আদরের মাসুদ রানা আজ ভক্তদের শাকিব খান।

শুটিংয়ের দিক থেকে শাকিব খানের প্রথম সিনেমা আফতাব খান টুলুর ‘সবাই তো সুখী হতে চায়’। কিন্তু মুক্তির দিক থেকে প্রথম ‘অনন্ত ভালোবাসা’। ১৯৯৯ সালে নায়ক হিসেবে এ সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছিল শাকিব খান। পরের বছর ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত ‘গোলাম’ সিনেমায় শাবনূরের বিপরীতে অভিনয় করেন শাকিব খান। ব্যবসায়িক সফলতা পাওয়ার পর আলোচনায় আসে শাকিব-শাবনূর জুটি।

প্রায় দু’দশকের বেশি সময় ধরে ঢাকাই সিনেমার অপ্রতিদ্বন্দ্বী নায়ক শাকিব খান। ক্যারিয়ারে পেয়েছেন ‘কিং খান’, ‘ঢালিউভ ভাইজান’ সহ একাধিক উপাধি।