
বিনোদন ডেস্কঃ ডালিউড সিনেমার ভাইজান খ্যাত শাকিব খানের সিনেমা ব্যবসা সফল না হওয়ায় তাকে সুপারস্টার মানতে রাজি নন প্রযোজক-পরিচালক ও ব্যবসায়ী সেলিম খান। তিনি বলেন, আমরা সবাই শাকিবকে সুপারস্টার বলি। কিন্তু শাকিব খান কোনোভাবেই সুপারস্টার না। কারণ শাকিবকে নিয়ে কয়েকটি সিনেমা নির্মাণ করেছি তার একটিও ব্যবসা সফল হয়নি।
এর আগে গেল ২৭ সেপ্টেম্বর থেকে চাঁদপুরে শাপলা মিডিয়া প্রযোজিত ‘প্রিয়া রে’ সিনেমার শুটিং শুরু হয়েছে বলে জানা যায়। আর সেখানে সিনেমার শুটিং এ অংশ নিয়েছেন কলকাতার নায়িকা কৌশানী মুখার্জি, রজতাভ দত্ত, খরাজ মুখার্জিসহ আরও অনেকে। তারই প্রেক্ষিতে দেশীয় শিল্পীদের কথা জানতে চাইলে তিনি শাকিব প্রসঙ্গে এ কথা বলেন।
বর্তমান সময়ে ঢালিউডে সবচেয়ে দামি প্রযোজক সেলিম খান। সিনেমার সংকট ও করোনা পরিস্থিতির মধ্যেও একের পর এক সিনেমা নির্মাণ করে যাচ্ছেন তিনি।
শুক্রবার চাঁদপুরের শুটিং সেটে উপস্থিত হয়ে সেলিম খান বলেন, শাকিব খানের এখন মার্কেট ভ্যালু নেই। যে কারণে অনুদানের সিনেমায় অভিনয় করছেন। তাছাড়া শাকিব যে রেমুনারেশন নেন তা একজন প্রযোজকের গলাকাটার মতো। কেননা উনার কলটাইম যদি সকাল ১০টায় দেওয়া হয়, উনি আসেন দুপুর দুইটায়। আবার দুই ঘণ্টা কাজ করে চলে যান। এ কারণে আমার কোনো নতুন ছবিতে তাকে নিচ্ছি না।
তাছাড়া শাকিবের ছবি আর দর্শক দেখে না। শুধু ঈদে তার অভিনীত ছবির কিছু নিড টেবিল কালেকশন হয়। এছাড়া সারাবছর উনি ফ্লপ। এসব কারণে উনি সুপারস্টার না।
শাপলা মিডিয়ার একাধিক ইস্যুতে আলোচনায় আসতেন শাকিব খান ও সেলিম খান। শাকিব খান শিডিউল ফাঁসানোর কারণে অভিযোগ পর্যন্ত দায়ের করেন সেলিম খান।
শাপলা মিডিয়ার ব্যানারে ‘আমি নেতা হব’ চিটাঙ্গাইয়া পোয়া নোয়াখাইল্যা মাইয়া’, ‘ক্যাপ্টেন খান’, ‘শাহেনশাহ’ ও বিদ্রোহী সিনেমায় অভিনয় করেন শাকিব। এরমধ্যে মুক্তির অপেক্ষায় রয়েছে বিদ্রোহী সিনেমাটি।