
বিনোদন ডেস্কঃ বিশ্ব সংবাদমাধ্যমগুলোর নতুন সংবাদ আলোচনার বিষয় এখন প্যানডোরা পেপারস নিয়ে। এই কেলেঙ্কারিতে নথিতে ফাঁস হয়েছে বর্তমান ও সাবেক মিলিয়ে অন্তত ৩৫ রাষ্ট্রনেতা এবং বিশ্বের বিভিন্ন দেশের তিন শতাধিক সরকারি কর্মকর্তার বিশাল অঙ্কের গোপন লেনদেন এবং সম্পত্তির তথ্য। এতে যুক্ত রয়েছেন বিশ্বের বড় বড় গায়িকা ও মডেলদের নামও।
প্যানডোরা পেপারস কেলেঙ্কারিতে এবার নাম এসেছে ‘কুইন অব লাতিন মিউজিক’খ্যাত কলম্বিয়ান গায়িকা শাকিরা ও জার্মান সুপার মডেল ক্লডিয়া শিফারের। তালিকায় আরও আছেন ব্রিটিশ গায়ক স্যার এলটন জন এবং ‘বিটলস’ ড্রামার রিংগো স্টার এর নামও।
ফাঁস হওয়া নথি থেকে জানা যায়, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে নিবন্ধিত তিনটি কোম্পানি রয়েছে শাকিরার। কোম্পানিগুলো হলো লাইট প্রোডাকশনস লিমিটেড, লাইট ট্যুরস লিমিটেড এবং টাইটানিয়া ম্যানেজমেন্ট ইনকরপোরেটেড। শাকিরার আইনজীবির দাবি, শাকিরা নিজেই অফশোর কোম্পানি ঘোষণা করেছিলেন। জনপ্রিয় এই তারকার সঙ্গে বর্তমানে আইনি লড়াই চলছে স্প্যানিশ সরকারের। ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে স্পেনে কর দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
নথিতে উল্লেখিত কোম্পানিগুলোর মধ্যে ছয়টি রয়েছে ক্লডিয়া শিফারের অধীনে। ওই কোম্পানিগুলোর একক স্বত্বাধিকারী তিনি। তবে তার প্রতিনিধিরা জানান, তিনি যুক্তরাজ্যে নিয়মিত কর দিয়ে থাকেন।
এক তথ্য অনুসারে জানা যায়, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে ১২টিরও বেশি কোম্পানি রয়েছে এলটন জনের। তার সঙ্গী ডেভিড ফার্নিশ এ কোম্পানিগুলোর পরিচালক।
অন্যদিকে ব্রিটিশ রকস্টার রিংগো স্টারেরও দুটি কোম্পানি রয়েছে বাহামাসে। রিয়েল এস্টেট কেনার জন্য ব্যবহৃত হয়েছিল এগুলো। রিয়েল এস্টেটগুলোর একটি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত।
রোববার (৩ অক্টোবর) বিবিসিসহ কয়েকটির আন্তর্জাতিক গণমাধ্যম প্রায় এক কোটি ১৯ লাখ নথি বিশ্লেষণ করে এসব তথ্য প্রকাশ করে। প্যানডোরা পেপারসকে বলা হচ্ছে এ যাবতকালের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি।
এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, সাত শতাধিক পাকিস্তানির প্যানডোরা পেপারসে নাম এসেছে। অবৈধ লেনদেনের তথ্য ফাঁস করা ওই নথিতে নাম এসেছে ইমরান খানের মন্ত্রিসভার একাধিক সদস্য, সিনেটর, সাবেক সেনা কর্মকর্তা, মিডিয়া হাউজের মালিক ও ব্যবসায়ীদের।
পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডন জানায়, পাকিস্তানের অর্থমন্ত্রী শওকত তারিন, পানিসম্পদমন্ত্রী মুনিস এলাহি, সিনেটর ফয়সাল ভাওদা, মুসলিম লিগ (এন) নেতা ইশহাক দারের ছেলে আলি দার, পিপিপি নেতা শারজিল মেমন, শিল্পমন্ত্রী খুসরো বখতিয়ারের পরিবার, পিটিআই নেতা আব্দুল আলিম খান, এমনকি বেশ কয়েকজন সেনা কর্মকর্তার ঘনিষ্ঠ আত্মীয়দের নামও এই তালিকায় আছে।
যাদের মধ্যে বেশিরভাগই ইমরান খানের ঘনিষ্ঠ। আর এতেই বিপাকে পরেছেন ইমরান। এদিকে প্যানডোরা পেপারসে পাকিস্তানের ক্ষমতাসীন দলের একাধিক নেতার নাম আসার জেরে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিরোধী দল মুসলিম লিগ (নওয়াজ)।
অন্যদিকে, বেআইনি অর্থপাচারের তথ্য সামনে আনায় প্যানডোরা পেপারসের তদন্তকারীদের ধন্যবাদ জানিয়ে ইমরান খান বলেছেন, প্যানডোরা পেপারসে নাম আসা সব পাকিস্তানি নাগরিকের বিষয়ে তদন্ত করা হবে। কোনো অন্যায় হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইমরান খান।