নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলকে বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ শহরের ভাটিকাশর গোরস্থানে দাফন করা হয়েছে।
এর আগে মাগরিবের নামাজের পর শহরের কাচিঝুলি আঞ্জুমানে ঈদগাঁহ মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
বিকেল ৪টা থেকে ৫ টা পর্যন্ত ময়মনসিংহ শহরের টাউন হল মাঠে শাকিলের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা।
জানাজার পূর্বে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, শাকিলের বাবা ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক বক্তব্য রাখেন।
মাহবুবুল হক শাকিলের মরদেহ আজ বুধবার দুপুর আড়াই টায় ময়মনসিংহ শহরের বাঘমারার বাসায় পৌঁছায়। মরদেহ পৌঁছানোর পর সেখানে এক হৃদয়বিধারক দৃশ্যের অবতারণা হয়। কান্নায় ভেঙে পড়েন বাবা-মাসহ আত্মীয়-স্বজনরা। মরদেহ একনজর দেখতে সেখানে ভিড় জমায় দলীয় নেতা-কর্মীরাসহ শত শত মানুষ।
জানাজায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অসীম কুমার উকিল, কামাল আহাম্মেদ, আব্দুস সাত্তার, বদিউজ্জামান বদী, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বঙ্গবীর কাদের সিদ্দিকী, অ্যাডভোকেট মোসলেম উদ্দিন এমপি, মো. নাজিম উদ্দিন আহামেদ এমপি, ফাহমি গোলন্দাজ বাবেল এমপি, আনোয়ারুল আবেদীন তুহিন এমপি, প্রধানমন্ত্রী এপিএস সাইফুজ্জামান শেখর, বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা বিএপির সভাপতি এ কে এম মোশাররফ হোসেন, জাসদ জেলা সভাপতি অ্যাডভোকেট গিয়াসউদ্দিন প্রমুখ অংশ নেন।
৪৭ বছর বয়সী শাকিলকে মৃত অবস্থায় মঙ্গলবার দুপুরে গুলশানের সামদাদো নামের একটি রেস্তোরাঁ থেকে উদ্ধার করা হয়। শাকিলের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেননি ময়নাতদন্তকারী চিকিৎসকেরা।
বুধবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে ফরেনসিক বিভাগের চিকিৎসকরা জানান, অভ্যন্তরীণ বা বাইরের কোনো ইনজুরির চিহ্ন তারা পাননি।
ঠিক কী কারণে মৃত্যু হয়েছে জানতে ভিসেরা পরীক্ষার জন্য পাকস্থলী ও পেশীর নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান তারা।