শাকিলের মরদেহ আজ বুধবার দুপুর আড়াই টায় ময়মনসিংহ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মরদেহ আজ বুধবার দুপুর আড়াই টায় ময়মনসিংহ শহরের বাঘমারার বাসায় পৌঁছায়।

মরদেহ পৌঁছানোর পর সেখানে হৃদয়বিধারক দৃশ্যের অবতারণা হয়। কান্নায় ভেঙে পড়েন বাবা-মাসহ আত্মীয়-স্বজনরা। দলীয় নেতা-কর্মী ছাড়াও শত শত মানুষ জমায়েত হয় শাকিলের মরদেহ এক নজর দেখতে।

আত্মীয়-স্বজন ও পরিবারের লোকজন দেখার পর মরদেহ বিকেল ৩টার দিকে ময়মনসিংহ শহরের টাউনহলের মাঠে নেওয়া হয়েছে। সেখানে সর্বসাধারণকে দেখার ব্যবস্থা করা হয়েছে। দ্বিতীয় জানাজা বাদ মাগরিব ময়মনসিংহের কাচিঝুলি আঞ্জুমানে ঈদগাঁহ্ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে ভাটিকাশর গোরস্থানে তাকে দাফন করা হবে।

৪৭ বছর বয়সী শাকিলকে মৃত অবস্থায় মঙ্গলবার দুপুরে গুলশানের সামদাদো নামের একটি রেস্তোরাঁ থেকে উদ্ধার করা হয়। শাকিলের মৃত‌্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেননি ময়নাতদন্তকারী চিকিৎসকেরা।

বুধবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে ফরেনসিক বিভাগের চিকিৎসকরা জানান, অভ্যন্তরীণ বা বাইরের কোনো ইনজুরির চিহ্ন তারা পাননি।

ঠিক কী কারণে মৃত‌্যু হয়েছে জানতে ভিসেরা পরীক্ষার জন‌্য পাকস্থলী ও পেশীর নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান তারা।

শাকিলের আকস্মিক মৃত্যুতে ময়মনসিংহে সর্বত্রই শোক নেমে আসে। শাকিলের বাবা অ্যাডভোকেট জহিরুল হক খোকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক।