নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মরদেহ রাজধানীর বারডেম হাসপাতালে নেওয়া হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মাহবুবুল হক শাকিলের মরদেহ বারডেম হাসপাতালে নেওয়া হয়। এ খবর পেয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের শত শত নেতা-কর্মী হাসপাতালের সামনে জড়ো হয়েছেন।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেন, আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে ময়মনসিংহে পারিবারিক কবরস্থানে মাহবুবুল হক শাকিলকে দাফন করা হবে।
তিনি আরো বলেন, রাতে হয়ত তার ময়নাতদন্ত হবে না, কাল সকালে হতে পারে।
এদিকে মাহবুবুল হক শাকিলের মরদেহ বারডেম হাসপাতালে নেওয়ার খবর পেয়ে সেখানে গেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
তিনি বলেন, বারডেম হাসপাতালে শাকিলের মরদেহ আনার খবর পেয়ে এখানে এসে দেখি, তা ভেতরে নেওয়া হয়েছে।