শাজাহানপুরে আগুন লেগে ছয়টি বাড়ি পুড়ে গেছে

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে আগুন লেগে ছয়টি বাড়ি পুড়ে গেছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মাঝিড়াপাড়ায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে মাঝিড়াপাড়ার আবদুল গফুরের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এর পর আগুন পাশের আরো পাঁচটি বাড়িতে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আবদুল গফুর জানান, আগুনে মোট অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আমাদের খোলা আকাশের নিচে দিন কাটাতে হচ্ছে।