
পাকিস্তানি জনগণকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘রুটি খাও, শান্তিতে থাকো, না হলে আমার গুলি তো আছেই। ’
সোমবার (২৬ মে) মোদি তার শাসনকালের ১১ বছর পূর্তি উপলক্ষ্যে গুজরাটের ভূজে এক জনসভায় এই হুঁশিয়ারি দেন। খবর এনডিটিভির।
মোদি আরও বলেন, ‘আমি পাকিস্তানের জনগণকে জিজ্ঞাসা করতে চাই, তোমরা কী অর্জন করেছ? ভারত এখন চতুর্থ বৃহত্তম অর্থনীতি। তোমরা কোথায়?’
জনসভায় পাকিস্তানকে সন্ত্রাসবাদের রোগ থেকে মুক্ত করতে, পাকিস্তানের জনগণের এগিয়ে আসা উচিত বলে জানান মোদি।
এরপরই তিনি বলেন, ‘সুখ-শান্তির জীবন অতিবাহিত করো, রুটি খাও, তা না হলে আমার গুলি তো আছেই।’