শান্তি প্রতিষ্ঠায় সাংস্কৃতিক সংগঠনের ভূমিকা অপরিহার্য

নিজস্ব প্রতিবেদক : পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা বলেছেন, ‘সমাজে সত্য, সুন্দর, শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর ভূমিকা অপরিহার্য।

জাতির নিজস্ব সংস্কৃতি চর্চার অর্জনগুলো প্রতিটি মানুষের হৃদয়ে স্থান করে দিতে পারলে প্রজন্মের পর প্রজন্ম নিজস্ব কৃষ্টি, সভ্যতা ও স্বকীয়তাকে চির জাগরুক রাখা সম্ভব।’

সোমবার রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদ এবং স্বাধীনতা সংসদ আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মসিউর রহমান রাঙ্গা আরো বলেন, ‘দেশ ও জাতিকে আলোকিত মানুষ উপহার দিতে হলে নতুন প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য, সংস্কৃতি ও বিজ্ঞানচর্চায় দক্ষতা ও যোগ্যতা অর্জন করতে হবে।’

অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীদের সম্মাননা পদক দেওয়া হয়। আলোচনা সভা ও পদক দেওয়ার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

সংগঠনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- কাজী রোজী এমপি, কণ্ঠশিল্পী মো. আব্দুল জব্বার, সমাজসেবক ডা. সৈয়দ মামুনুর রহমান, সাংবাদিক আলী আশরাফ আখন্দ প্রমুখ।