শাপলা চত্বর হত্যাকাণ্ডে জাতিসংঘের তদন্ত চায় জামায়াত

ছাত্র আন্দোলন এবং শাপলা চত্বরের হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্তের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বাংলাদেশে জুলাই-আগস্ট ম্যাসাকারে মানবাধিকার ইস্যুতে বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মো. তাহের।

তিনি বলেন, স্বৈরাচার শাসক যে গণহত্যা চালিয়েছে, সে বিষয়ে প্রতিনিধি দল জানতে চেয়েছে। আমরা তার তথ্য দিয়েছি। সেই সঙ্গে ছাত্র আন্দোলন এবং শাপলা চত্বরের হত্যাকাণ্ড চালিয়েছে সে বিষয়েও আমরা তাদের জানিয়েছি।’

নায়েবে আমির আরও বলেন, ‘বেলেছি, এটাকে গণহত্যা হিসেবে আখ্যা দিয়ে যেন সেভাবেই বিচার করা হয়। আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে যেন বিচার হয়, সে বিষয়ে বাংলাদেশ সরকারকে সহযোগিতার জন্য বলেছি। প্রয়োজনে আইন সংশোধন করতে হলে, সেটিও যেন করা হয় সেই অনুরোধ জানিয়েছি।’

তাহের বলেন, ‘আগামী মাসেই জাতিসংঘরে মূল টিম আসবে। তখন এসব হত্যাকাণ্ডের তদন্ত শুরু হবে। আমরা বলেছি বিচার যেন সঠিকভাবে হয়।’

জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দলে আরও ছিলেন- জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।