
নিজস্ব প্রতিবেদক, সিলেট: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) এর ক্যাম্পাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো: ওমর ফারুক নামের একজন শিক্ষার্থীও আহত হয়েছেন।
শাবি’র সৈয়দ মুজতবা আলী হলের পাশের টিলায় শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
আহত ওমর ফারুক ওই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ছিনতাকারীরা তার সাথে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয় এবং তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জহীর উদ্দীন আহমেদ জানান, তাৎক্ষণিকভাবে ঘটনাটি জালালাবাদ থানাকে অবহিত করা হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে জালালাবাদ থানার দুটি টিম ঘটনাস্থলে গেছে।