
এস.এম. নাহিদ: শারদীয় দুর্গাপূজা বাঙালির প্রাচীনতম ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবগুলোর একটি। এই উৎসবের আনন্দ জাতি ধর্ম-বর্ন নির্বিশেষে সকলের মাঝে ভাগাভাগি করে নেওয়ার ঐতিহ্যই বাংলার অন্যতম গৌরব। সেই ঐতিহ্যকে সম্মান জানিয়ে দুর্গাপূজা উপলক্ষে খিলক্ষেতের বিভিন্ন মন্দিরে উপহার ও নগদ অর্থ অনুদান দিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আক্তার হোসেন।
১লা অক্টোবর (বুধবার) খিলক্ষেত থানাধীন ৪৩ নম্বর ওয়ার্ডের পাতিরা ঋষিপাড়া কালী মন্দিরে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি নিজ উদ্যোগে পূজার উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি এবং নগদ ৪১ হাজার টাকা বিতরণ করেন। তার এই উপহার পেয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আনন্দ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।এছাড়াও তিনি খিলক্ষেত বাজার মন্দির, লেকসিটি কনকর্ড মন্দির, ডুমনী কালী মন্দির এবং কাঠালদিয়া মন্দিরসহ ওয়ার্ডের একাধিক পূজামণ্ডপে উপহারসামগ্রী ও আর্থিক সহায়তা পৌঁছে দেন।
অনুদান প্রদানের সময় মো. আক্তার হোসেন বলেন,সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের জাতীয় ঐক্যের অন্যতম ভিত্তি। ধর্ম যার যার, উৎসব সবার-এই চেতনায় আমরা বিশ্বাস করি। সকল ধর্মাবলম্বীর সঙ্গে একসাথে উৎসব উদযাপন আমাদের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য। তার এই মহতী উদ্যোগের জন্য স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও এলাকাবাসী আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তারা বলেন, এ ধরনের মানবিক সহযোগিতা ও সম্প্রীতির বার্তা সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।