শার্টারগানসহ তিন ছাত্রলীগ কর্মী আটক

আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পুলিশের অভিযানে একটি শার্টারগানসহ তিন ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার জুমার নামাজের আগ মুহূর্তে বিশ্ববিদ্যালয় এলাকার দুটি বাসায় অভিযান চালিয়ে এই তিন ছাত্রলীগ কর্মীকে অস্ত্রসহ আটক করা হয়। অভিযান এখনো অব্যাহত থাকায় পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করলেও আটককৃতদের নাম প্রকাশ করেনি।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদৌলা রেজা অভিযান ও আটকের বিষয়টি নিশ্চিত করে বলেছেন বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে অভিযান চালানো হচ্ছে। অভিযানে একটি শার্টারগানসহ তিনজনকে আটক করা হয়েছে। অভিযান এখনো অব্যাহত। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতিতে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে ছাত্রলীগের এক পক্ষের একজন কর্মীকে মারধর করার ঘটনায় ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে ছাত্রলীগের উভয় পক্ষের সাতজন আহত হয়। এর পর পুলিশ বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছয়টি হলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ধারালো ও দেশীয় অস্ত্র উদ্ধার করে। ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজনের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। এই বিরোধ ও সংঘর্ষের জের ধরে ২০১৬ সালের ৯ ফেব্রুয়ারি একবার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছিল।