নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহআলী থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় মাহমুদ আলম বুলু (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে শাহআলী থানাধীন মিরপুর বেড়ি বাঁধের তামান্না পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহআলী থানার উপপরিদর্শক আতিকুর রহমান জানান, মাহমুদ আলম তামান্না পার্কের সামনে দিয়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা পৌনে ৬টায় মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ঘাতক ট্রাক বা চালককে আটক করা যায়নি বলে জানান তিনি।