শাহজাদপুরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১০ জন আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে হাবিবুর রহমান (৩৫) নামে এক যুবক নিহত ও ১০ জন আহত হয়েছেন।

বুধবার সকালে উপজেলার শ্রীফলতলা গ্রামে এ ঘটনা ঘটে। হাবিবুর রহমান হাবু উপজেলার শ্রীফলতলা গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, শ্রীফলতলা গ্রামের আব্দুর রশিদের সঙ্গে একই গ্রামের হাবিবুর রহমানের জমি নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে বুধবার সকালে তাদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে হাবিবুর রহমানসহ উভয়পক্ষের অন্তত ১১ জন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে হাবিবুর রহমান মারা যান।