
নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক গোয়েন্দারা ত্বক ফর্সাকারী আমদানি নিষিদ্ধ ক্রিম জব্দ করেছেন। জব্দকৃত ক্রিমের মূল্য প্রায় ১৫ লাখ টাকা। পণ্যের চালানে কসমেটিক্স ও জুতা রয়েছে বলে ঘোষণা থাকলেও ইনভেন্ট্রি করে এই ক্রিম ১৮৪৮টি পাওয়া যায়।
মঙ্গলবার দুবাই থেকে আসা এই পণ্য খালাস করার সময় জব্দ করা হয়েছে বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান জানিয়েছেন।
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা বিমান বন্দরের জিপিও সর্টিং সেন্টার থেকে এই ক্রিম আটক করে। বিএসটিআই- এর পরীক্ষা ছাড়াই এই পণ্য খালাস নেওয়া হবে- এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দারা বিমান বন্দরের জিপিও সর্টিং সেন্টারে অবস্থান নেন। পরবর্তী সময়ে চালান শনাক্ত করে স্ক্যানিং এর মাধ্যমে নিশ্চিত হয়ে তা আটক করা হয়। পণ্যের চালান দুবাই থেকে ইকে- ৫৮৬ এর মাধ্যমে শাহজালাল বিমানবন্দরে আসে।
সূত্র জানায়, দুবাইয়ের আবদুল হালিম নামের এক ব্যক্তি এই পণ্য জনৈক আরিফুর রহমান বরাবর পাঠিয়েছে। আমদানি নীতি আদেশ ২০১৫-২০১৮ এর শর্ত ২৮(ক) মোতাবেক এ ধরণের কসমেটিকস আমদানির ক্ষেত্রে বিএসটিআই- এর অনাপত্তি গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। এর আগেও এ ধরনের গায়ের রং ফর্সাকারী ক্রিম আটক করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা কর্তৃক ইনভেন্ট্রিকালে প্রাপ্ত দলিলাদি যাচাই করে দেখা যায়, কসমেটিক্স ও জুতার ঘোষণা দেওয়া আছে । দি কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ এর ধারা-৩২ ও আমদানি নীতি আদেশ ২০১৫-২০১৮ এর অনুচ্ছেদ-২৮(ক) এর বিধান অনুসরণ না করে কসমেটিকস আমদানি করায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর দি কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ এর ধারা ১৬৮ এর ক্ষমতাবলে পণ্য চালানটি আটক করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, এ সব ক্রিম গায়ের রং ফর্সা করার জন্য ব্যবহার করা হয়। শুল্ক গোয়েন্দার নজরদারির ফলে এই চালানটি আটক করা সম্ভব হয়েছে। দি কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।