নিজস্ব প্রতিবেদক : ওমান থেকে আগত এক যাত্রীর কাছ থেকে ৮ হাজার ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের বিমানবন্দর ইউনিট।
মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চাঁদপুরের বাসিন্দা মো. জিল্লুর রহমানের কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করা হয়।
ঢাকা কাস্টমসের যুগ্ম পরিচালক সোহেল রহমান এ তথ্য জানিয়েছেন।
কাস্টমস সূত্রে আরো জানা যায়, মো. জিল্লুর রহমান ওমান থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় অবতরণ করে। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ১ কেজি। যার বাজার দাম ৪৩ লাখ ৭৫ হাজার টাকা। তিনি একটি প্রাইভেট প্রতিষ্ঠানে কাজ করেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হয়েছে।