শাহজালালে এক যাত্রীর কাছ থেকে ১৩ কেজি সোনা উদ্ধার;আটক-১

এস.এম,মনির হোসেন জীবন: জাতীয় গোয়েদা সংস্থা (এনএসআই ) কর্মকর্তারা গোপনে অভিযান চালিয়ে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে প্রায় ১৩ কেজি সোনা উদ্ধার করেছে। এঘটনায় খাজা শাহাদাত হোসেন নামে সিঙ্গাপুর থেকে আসা এক যাত্রীকে আটক করা হয়েছে। উদ্বারকৃত সোনার বর্তমান বাজার মূল্য প্রায় সাড়ে ৬ কোটি টাকা।
শনিবার রাত ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী খাজা শাহাদাত হোসেনের কাছ থেকে প্রায় ১৩ কেজি সোনার উদ্বার করা হয়।
বিমানবন্দরে কর্মরত জাতীয় গোয়েদা সংস্থা (এনএসআই) এর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিমানবন্দর সুত্র ও এনএসআই এর এক অফিসার জানান, শনিবার দিবাগত রাত ৯টার দিকে ত রিজেন্ট এয়ারওয়েজের সিঙ্গাপুর থেকে একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। আর ওই বিমানের যাত্রী ছিলেন খাজা শাহাদাত হোসেন। তখন গোপন তথ্যের ভিত্তিতে জাতীয় গোয়েদা সংস্থা (এনএসআই) কর্মকর্তারা ওই ফ্লাইটটিকে নজর ধারীতে রাখে। পরবর্তীতে যাত্রী খাজা শাহাদাত হোসেন গ্রিন চ্যানেল এলাকা দিয়ে বাহিরে বের হবার সময় সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে প্রায় ১৩ কেজি ওজনের সোনার অলংকার পাওয়া যায়।
বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, জব্দ সোনা ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্বারকৃত সোনার মূল্য প্রায় সাড়ে ৬ কোটি টাকা। প্রাথমিক জিঞ্জাসাবাদে আটককৃত যাত্রী সোনা আনার কথা স্বীকার করেছে। এঘটনায় আটককৃত যাত্রী খাজা শাহাদাত হোসেন এর বিরুদ্বে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।