নিজস্ব প্রতিবেদক : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর জুতার সোলের ভেতর থেকে আধাকেজি সোনা উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার রাতে শারজাহ থেকে আসা ওই যাত্রীর কাছ থেকে এসব সোনা উদ্ধার করা হয়েছে।
ঢাকা কাস্টমসের যুগ্ম কমিশনার সোহেল রহমান জানান, আওলাদ হোসেন নামে এক যাত্রী শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার বি৯ ৫১৫ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তার দেহ ও লাগেজ তল্লাশি করে পরে জুতার সোলের ভেতর থেকে চারটি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব সোনার ওজন ৪৬৪ গ্রাম এবং মূল্য ২৪ লাখ টাকা।
তিনি জানান, আওলাদ হোসেনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা করা হবে।
আওলাদ হোসেনের বাড়ি গাজীপুরে। পেশায় তিনি একজন গাড়ি চালক।