
নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় তিন কোটি টাকা মূল্যর ৫ কেজি ৮০০ গ্রাম সোনাসহ বিমানের দুই যাত্রীকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা। যাত্রীদের ব্লেজার, জুতা ও মোবাইল ফোনের কভারের ভেতর থেকে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৩১টি সোনার বার বা ৫ কেজি ৮০০ গ্রাম সোনা জব্দ করা হয়।
ব্যাংকক থেকে চট্টগ্রাম হয়ে গতকাল রাতে ঢাকায় এলে বিমানের ওই যাত্রীদের কাছ থেকে সোনা আটক করা হয়। শুক্রবার সকালে ওই যাত্রীদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান রাইজিংবিডিকে এসব তথ্য জানিয়েছেন।
শুল্ক গোয়েন্দা জানায়, গ্রেপ্তারকৃত যাত্রীরা হলেন- ফেনীর কেরামত আলী ও ঢাকার লোকমান। আটক সোনার বারের মোট ওজন ৫ কেজি ৮০০ গ্রাম। এর মধ্যে একজন যাত্রীর ব্লেজারের কলারের নিচে সেলাই করে লুকানো অবস্থায় ২৮ টি সোনার বার (২ কেজি ৮০০ গ্রাম) এবং অপরজনের দুই জুতা ও ১টি মোবাইল ফোনের কভারের ভেতর ৩টি সোনার বার (তিন কেজি) উদ্ধার করে শুল্ক গোয়েন্দারা। ডোমেস্টিক আগমনি পয়েন্ট পার হওয়ার পরে দুই যাত্রীকে আটক করা হয়। ধারণা করা হচ্ছে আকাশপথে ব্যাংকক থেকে আসা অন্য কোনো যাত্রীর কাছ থেকে এই সোনা হস্তান্তর হয়েছে।