
নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪০টি সোনার বারসহ ২ নারীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা।
বুধবার সকালে মাস্কাট থেকে আগত রিজেন্ট এয়ারলাইন্সের ফ্লাইট থেকে সোনার বারসহ তাদের আটক করে শুল্ক গোয়েন্দার একটি দল।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এসব তথ্য জানিয়েছেন।
শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে মাস্কাট থেকে আগত রিজেন্ট এয়ারলাইন্সের ফ্লাইট চট্টগ্রাম হয়ে শাহজালালে আগমন করলে শুল্ক গোয়েন্দার দল অভিযান পরিচালনা করে। অভিযানকালে দুই নারী যাত্রীকে তল্লাশি করে ২০ পিস করে মোট ৪০টি সোনার বার পাওয়া যায়। এই সোনা তাদের শরীরের বিশেষ স্থানে লুকায়িত ছিল।
আটককৃতরা হলেন-নাসিমা ও জেসমিন। নাসিমার বাড়ি কক্সবাজারের চকোরিয়া ও জেসমিনের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়।
এ ব্যাপারে তদন্ত চলমান রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ শেষে বিস্তারিত জানানো হবে বলে শুল্ক গোয়েন্দা সূত্র জানায়।