এস.এম,মনির হোসেন জীবন: ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডায়াবেটিকস, হাঁড়ের ক্ষয়জনিত রোগ ও বন্ধ্যাত্ব চিকিৎসায় ব্যবহুত আমদানি নিয়ন্ত্রিত ওষুধ বিভিন্ন ধরনের বিপুল পরিমান বিদেশী ওষুধ সহ মো: জামাল উদ্দিন নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা ও তদন্ত অধিদপ্তরের সদস্যরা। আটক ব্যক্তির পাসপোর্ট নম্বর বিবি-০৪২৬৩৪৮ জব্দ করা হয়েছে। তার কাছ থেকে পাঁচ ধরনের ৩১ হাজার ২৫০ পিস ওষুধ জব্দ করা হয়েছে। জব্দকৃত ওষুধের বাজার মূল্য ১ কোটি টাকা।
আজ রোববার ভোর ৬টায় আমদানি নিয়ন্ত্রিত ওষুধ বিপুল পরিমান বিদেশী ওষুধ সহ তাকে আটক করে শুল্ক গোয়েন্দারা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তেেরর মহাপরিচালক (ডিজি) ড. মো. সহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তেেরর কর্মকর্তারা জানান, আজ রোববার ভোর ৫টার দিকে মিসর থেকে টিকে-০৭১২ নম্বরের ফ্লাইটটি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। আর ওই বিমানের যাত্রী ছিলেন মো: জামাল উদ্দিন। তখন গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদস্যরা ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারিতে রাখে। যাত্রী ৪ নম্বর বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে স্ক্যানিং ফাঁকি দিয়ে গ্রিন চ্যানেল দ্রুত অতিক্রম করে চলে যাওয়ার সময় ওই যাত্রীর গতিরোধ করা হয় এবং পরবর্তীতে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার সঙ্গে থাকা দ’ুটি লাগেজ খুলে তার ভেতর থেকে পাঁচ ধরনের ৩১ হাজার ২৫০ পিস ওষুধ পাওয়া যায়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তেেরর কর্মকর্তারা জানান, জব্দকৃত ওষুধ গুলোর মধ্যে রয়েছে- ডায়াবেটিকস, হাঁড়ের ক্ষয়জনিত রোগ, বন্ধ্যাত্ব চিকিৎসার সহ ৫ ধরনের বিদেশী ওষুধ রয়েছে। ‘ডুফাস্ট ওন’ ১২ হাজার পিস, ‘ম্যাক্সটর্ড’ ২ হাজার পিস, ২৫ মিলিগ্রামের ‘নিওরাল’ ১৫ হাজার পিস, ৫০ মিলিগ্রামের ‘নিওরাল’ ২ হাজার পিস ও ‘নোভো র্যাপিড’ দুইশ ৫০ পিস। জব্দকৃত ওষুধের বাজার মূল্য ১ কোটি টাকা।
তিনি আরও জানান, আমদানি নীতি আদেশ অনুযায়ী ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমতি ব্যতিরেকে বিদেশি ওষুধ আমদানি করা যায় না। শুল্ক আইন অনুযায়ী জব্দ ওষুধ কাস্টমস গোডাউনে জমা দেওয়া হয়েছে। অঅটককৃত যাত্রীর বিরুদ্বে প্রয়োজনীয় আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।


