
এস,এম মনির হোসেন জীবন : ঢাকা হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক তিনটি ঘটনায় ৪ কেজি ৬০০ গ্রাম সোনা উদ্বার করেছে ঢাকা কাস্টমস ও শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃপক্ষ। এঘটনায় যাত্রী জাবিন খান, মো. আব্দুল খালেক ও শাখাওয়াত হোসেন সহ ৪জন যাত্রীকে আটক করা হয়েছে। জব্দ করা সোনার মধ্যে ১০ তোলা ওজনের ১৮টি সোনার বার ও ১ কেজি ওজনের আরও ২টি সোনার বার সহ মোট ২০টি বার রয়েছে। উদ্বার করা সোনার বর্তমান বাজার মূল্য প্রায় ২ কোটি ১০ লাখ টাকা।
বৃহস্পতিবার সকালে ও রাতে ঢাকা কাস্টমস হাউজ কর্তৃপক্ষ এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা পৃথক তিনটি অভিযান চালিয়ে এসব সোনা উদ্ধার করে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচারক (ডিজি) ড. মঈনুল খান আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা যায়, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের বৃহস্পতিবার সকালে ঢাকা হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা (বিজি-০৮৭) নম্বর বিমানের দুই যাত্রির কাছ থেকে ৪ টি করে মোট ৮ টি (৮০০গ্রাম) গোল্ডবার সহ তাদেরকে আটক করেছে। যাত্রীদের একজন হলেন জাবিন খান, স্বামী : মাসুদ খান, বাড়ি: জামালপুর সদর, জামালপুর। তার পাসপোর্ট নাম্বার ইঘ০৭৭৫৫৯৪.
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের আজ জানান, যাত্রী জাবিন খান তার পরনের পায়ে দুই জুতার ভিতর ২টি করে মোট ৪ টি গোল্ড বার লুকিয়ে গ্রিন চ্যানেল পার হবার সময় শুল্ক গোয়েন্দার সন্দেহ হলে তাকে জিজ্ঞাসা করা হয়। তিনি অস্বীকার করলে তার জুতা তল্লাশি করে ২টি করে মোট ৪ টি স্বর্ণবার উদ্ধার করা হয়, যার ওজন ৪০০ গ্রাম।
অন্যদিকে, একই ফ্লাইটে আসা মো: আব্দুল খালেক, পিতা এম. এ ওয়াদুদ, পাসপোর্ট নাম্বার ইঘ০৬৭৫৪৮৭ বাড়ি: ফতুল্লা, নারায়ণগঞ্জ তার হ্যান্ডব্যাগে লুকিয়ে ৪টি স্বর্ণবার লুকিয়ে এনেছিলেন। গোপন সংবাদ অনুযায়ী তাকে শনাক্ত করে ফলো করা হয়। তিনি কাস্টমস এর কাছে স্বর্ণ ঘোষণা না দিয়ে গ্রিন চ্যানেল পার হবার পর তাকে তল্লাশি করে হ্যান্ডব্যাগের ভিতর পলিথিনে বিভিন্ন ফলের ভিতর স্কচট্যাপ দিয়ে মোড়ানো অবস্থায় ৪টি স্বর্ণবার (৪০০গ্রাম) আটক করা হয়। আটক স্বর্ণের মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা যায়, তাদের দুজনকেই জিজ্ঞাসাবাদ করে আরো তথ্য পাওয়া গেছে। এসব তথ্য আরো অনুসন্ধান করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এই আটকের ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
ঢাকা কাস্টমস হাউজ প্রিভেনটিভ টিমের সহকারী কমিশনার (এসি-প্রিভেনটিভ) মো: সাইদুল ইসলাম আজ জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ঢাকা হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারওয়েজের বিমান নম্বর (টিজি ৩২১) শাখাওয়াত হোসেন নামে এক যাত্রীর নিকট থেকে ৩ কেজি সোনা উদ্ধার করে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম। গোপন সংবাদের ভিত্তিতে মালয়েশিয়া থেকে আগত যাত্রী শাখাওয়াত হোসেনের ব্যাগেজ স্ক্যান করে বাদামি স্কচটেপ পেচাঁনো দুটি প্যাকেট থেকে ১০০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণবার ও ১ কেজি ওজনের দুটি স্বর্ণবার উদ্ধার করা হয়। যার ওজন ৩ কেজি। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা। উদ্বার হওয়া সোনা গুলো বর্তমানে কাস্টমস এর হেফাজতে আছে। আটককৃত যাত্রী পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রী বলে জানা গেছে। এবিষয়ে আটককৃত যাত্রীর বিরুদ্বে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
ঢাকা কাস্টমস হাউজ প্রিভেনটিভ টিমের কর্মকর্তারা আজ জানান, ঢাকা হযরত শাহজালাল (রহ.) আন্তজার্তিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার ভোরে পিতলের তৈজসপত্রের ভাঙাড়ির ভেতর থেকে ৬০০ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার সহ এক যাত্রীকে আটক করা হয়েছে। তবে,তার নাম জানা যায়নি। ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম এই উদ্ধার অভিযান পরিচালনা করেন। বৃহস্পতিবার ভোরে টার্কিশ এয়ারলাইন্সের টিকে-৭২১ ফ্লাইটে করে আসা এক যাত্রীর কাছ থেকে এসব উদ্ধার করা হয়।
প্রিভেনটিভ টিমের কর্মকর্তারা আরও জানান, বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমের সময় স্ক্যান করে ব্যাগে থাকা পিতলের তৈজসপত্রের ভাঙাড়ির ভেতরে বাদামি স্কচটেপ পেঁচানো ৪টি প্যাকেট থেকে বিভিন্ন স্বর্ণালঙ্কারের ভাঙা অংশ উদ্ধার করা হয়, যার মোট ওজন ৬০০ গ্রাম। এ বিষয়ে আইনাগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।