
নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাচারকালে ২৫ লাখ ৪৬ হাজার টাকার বৈদেশিক মুদ্রাসহ এক যাত্রীকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দার একটি দল।
বৈদেশিক মুদ্রার মধ্যে ১ লাখ ১০ হাজার ১৫০ সৌদি রিয়াল, ১ হাজার ৫৮০ দিরহাম, ১ হাজার ওমান রিয়াল উদ্ধার করা হয়।
মঙ্গলবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য জানিয়েছেন।
শুল্ক গোয়েন্দা জানায়, চট্টগ্রামের বাসিন্দা মো. ওসমান ঢাকা-দুবাইগামী বাংলাদেশ বিমানে BG047 ফ্লাইটে যাচ্ছিলেন। শুল্ক গোয়েন্দার কাছে গোপন তথ্য থাকায় যাত্রীকে নজরদারিতে রাখা হয়। পরবর্তীতে রাত পৌনে ১টায় ইমিগ্রেশন পরবর্তী চেকইন কাউন্টারে (বোর্ডিং পয়েন্টে) তাকে চ্যালেঞ্জ করা হয়। কিন্তু তিনি বিষয়টি অস্বীকার করেন। এরপর যাত্রীর বুকিংকৃত কাপড়ের ব্যাগ তল্লাশি করে ২৫ লাখ ৪৬ হাজার ৮০৪ টাকার সৌদি রিয়াল, ইউএই দিরহাম, ওমানের মুদ্রা উদ্ধার করা হয়।
এসব মুদ্রা তার কাপড়ের ব্যাগে সবজি ও মাংসের মধ্যে বিশেষভাবে প্যাকেটে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। আটক যাত্রী স্বীকার করেন যে, তিনি চোরাচালানের পণ্য কিনতে এই মুদ্রা অবৈধভাবে বহন করছিলেন।
সূত্র আরো জানায়, ওই যাত্রীর পাসপোর্ট চেক করে দেখা যায় ২০১৭ সালে সাত বার বিদেশে যাতায়াত করেছেন।
ঘোষণা ছাড়া বৈদেশিক মুদ্রা পাচারের জন্য ওসমানকে শুল্ক আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে গ্রেপ্তার করা হয়েছে।