
নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ১১ কেজি ওজনের ১০০টি সোনার বার জব্ধ করেছেন কাস্টমস কর্মকর্তারা।
সোমবার সকালে কাতার থেকে আসা একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে সোনাগুলো উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টমসের যুগ্ম কমিশনার সোহেল রহমান জানান, দোহা থেকে ছেড়ে আসা কাতার এয়ারওয়েজের ওই ফ্লাইট সোমবার বেলা ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। গোপন খবরের ভিত্তিতে ওই বিমানে তল্লাশি চালিয়ে একটি আসনের নিচে কৌশলে লুকিয়ে রাখা ১০০টি সোনার বার পাওয়া যায়।
তিনি জানান, উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য আনুমানিক ছয় কোটি টাকা। কারা ওই চালান এনেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।