শাহজালালে ২.২২৮ কেজি সোনারপাতসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২.২২৮ কেজি সোনারপাতসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দার একটি দল।

ওই যাত্রীর লাগেজে বিশেষভাবে তৈরি ২১টি সোনারপাতের বর্তমান বাজার মূল্য প্রায় ১ কোটি ১০ লাখ টাকা।

সোমবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য জানিয়েছেন।

শুল্ক গোয়েন্দা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা রোববার গভীর রাতে বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা এক যাত্রীর কাছ থেকে এ সোনা উদ্ধার করে। ওই সোনারপাত বিশেষভাবে তৈরি করা ও কেমিক্যাল মিশ্রণ দিয়ে প্যাকেজিং করে আনা হয়েছিল। যাত্রীর নাম জিন্নাত মাহমুদ শামীম। তিনি পেশায় ব্যবসায়ী।

সূত্র জানায়, কোনো প্রকার ব্যাগেজ ঘোষণা না দিয়ে দ্রুত গ্রিন চ্যানেল ত্যাগ করার সময় ওই ব্যববসায়ীকে চ্যালেঞ্জ করা হয়। তার কাছে কোনো সোনারবার আছে কি না, জানতে চাইলে তিনি তীব্র প্রতিক্রিয়া দেখান। পরবর্তীকালে যাত্রীর সঙ্গে বহনকৃত দুটি লাগেজ স্ক্যানিং করে সোনার অস্তিত্ব পাওয়া যায়। এরপর তার ব্যাগের ভেতরে সংযুক্ত অবস্থায় লোহার রিংয়ের ভেতরে হলুদ রঙের স্কচটেপ মোড়ানো অবস্থায় জিআই তার আকৃতির ২১টি সোনারপাত উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে দেখা যায়, এগুলো উন্নতমানের সোনা। যাত্রীর পাসপোর্ট অনুযায়ী তিনি চলতি বছরে ১৭ বার বিদেশ ভ্রমণ করেছেন।

এই ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আর জিন্নাত মাহমুদকে গ্রেপ্তার করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।