
নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর পায়ের মোজার ভেতর থেকে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ৬টি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ।
সৌদি আরব থেকে আগত দুই যাত্রীর কাছ থেকে বৃহস্পতিবার সকালে সোনারবারগুলো জব্দ করা হয়। ঢাকা কাস্টমসের যুগ্মপরিচালক সোহেল রহমান এসব তথ্য জানিয়েছেন।
ঢাকা কাস্টমস সূত্র আরো জানায়, সৌদি এয়ারে বেলা ১১ টায় দুই ভাই ঢাকায় অবতরণ করেন। একজন দোকানদার, অন্যজন মিস্ত্রী। ইমিগ্রেশন পার হয়ে ব্যাগেজ নিয়ে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় কাস্টমস অফিসাররা তল্লাশি চালিয়ে পায়ের মোজার ভেতর থেকে ৬৯৬ গ্রাম ওজনের ৬টি সোনার বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা। আটককৃত যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।