নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০টি সোনার বারসহ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এয়ারক্রাফট মেকানিক মো. লিয়াকত আলীকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
বুধবার রাতে অভিযান চালিয়ে ওই বিমানকর্মীর জুতার ভেতর থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, জব্দ করা সোনার বারগুলোর ওজন ৩ দশমিক ৪৫ কেজি। যার বর্তমান বাজারমূল্য ১ কোটি ৭৫ লাখ টাকা।
এ বিষয়ে শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, আটক বিমানকর্মী এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট নম্বর-ইকে ৫৮৬ এর ভেতরে ২৩ নম্বর সিট থেকে সোনার বারগুলো সংগ্রহ করে এবং তা তার জুতায় লুকিয়ে ফেলেন। শুল্ক গোয়েন্দার দল গোপন সংবাদের ভিত্তিতে রাতে ওই বিমানকর্মীর দেহ তল্লাশি করে বারগুলো উদ্ধার করে। তিনটি প্যাকেটে মোট ৩০টি বার লুকিয়ে রাখা ছিল। প্রতিটি বারের ওজন ১১৫ গ্রাম। সে হিসাবে বারগুলোর মোট ওজন ৩ কেজি ৪৫ গ্রাম। এর মূল্য প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকা।
সূত্র জানায়, আরো তথ্য সংগ্রহ করে প্রকৃত দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে। মেকানিক লিয়াকত আলীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।