শাহজালালে ৫৭টি সোনার বার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইট থেকে ৬ দশমিক ৬৫ কেজি ওজনের ৫৭টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এসব তথ্য জানান।

তিনি জানান, এই সোনার বার মাস্কাট থেকে আসা আরএক্স ৭২৪ ফ্লাইট থেকে ২৩-এ সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। প্রতিটি গোল্ডবার ১১৬ দশমিক ৬৫ গ্রাম ওজনের। যার মূল্য প্রায় ৩ দশমিক ৩৩ কোটি টাকা।

এ বিষয়ে শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, ফ্লাইটটি শনিবার সকালে শাহজালালে অবতরণ করলে তল্লাশি চালানো হয়। অভ্যন্তরীণ কোনো সহায়তা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ড ঘোষিত ২১ ডিসেম্বর থেকে মাসব্যাপী বিশেষ এনফোর্সমেন্টের অংশ হিসেবে এই সোনা জব্দ করা হয়েছে। আটক সোনা ঢাকা কাস্টমস হাউস গুদামে জমা দেওয়া হবে। পরে বাংলাদেশ ব্যাংকের ভল্টে জমা দেওয়া হবে।

এই চোরাচালানের বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলেও শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে জানানো হয়।