শাহজালাল বিমানবন্দরজুড়ে গোয়েন্দা নজরদারি

নিজস্ব প্রতিবেদক : ছুরি নিয়ে যুবকের হামলা ও আনসার সদস্য খুন হওয়ার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরজুড়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

মঙ্গলবার সকালে বিমানবন্দরে এক বৈঠক শেষে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন সাংবাদিকদের এ কথা বলেন।

নিজের জীবন বাজি রেখে আনসার সদস্য সোহাগ আলী যে সাহসিকতা দেখিয়েছেন সেজন্য তার ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণাও দেন মন্ত্রী।

প্রসঙ্গত, রোববার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন প্রবেশদ্বারে ছুরিকাঘাতে আনসার সদস্য সোহাগ আলীকে খুন করে এক যুবক।