শাহজালাল বিমানবন্দরে প্রায় ৬ লাখ টাকা মূল্যের সিগারেট জব্দ, আটক ১

এস,এম মনির হোসেন জীবন : ঢাকা হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ ২৮০ কার্টন বিদেশি সিগারেটসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিম কর্তৃপক্ষ। আটককৃত ওই যাত্রীর নাম বাহার উদ্দিন। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। জব্দকৃত বিদেশী সিগারেটের মূল্য প্রায় ৬ লাখ টাকা।
আজ শনিবার বেলা ১১টায় বিমানবন্দরের গ্রিন চ্যানেলের স্ক্যানিং এলাকায় থেকে ৩টি লাগেজ ভর্তি ইজি স্পেশাল ব্র্যান্ডের বিদেশি সিগারেটসহ বাহার উদ্দিনকে আটক করে।
ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিমের সহকারি কমিশনার (এসি) মো: সাইদুল ইসলাম আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা কাস্টমস হাউজের সহকারি কমিশনার মো: সাইদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে আজ জানান, আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স (বিজি-০৯২) নম্বরের ফ্লাইটটি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ অবতরণ করে। আরও ওই বিমানের যাত্রী ছিলেন মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা মো: বাহার উদ্দিন।
মো: সাইদুল ইসলাম আজ আর ও জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রিভেন্টিভ টিমের সদস্যরা ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি রাখে। যাত্রী ১নং ব্যাগেজ বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেলের স্ক্যানিং ফাঁকি দিয়ে অতিক্রম করে দ্রুত চলে যাওয়ার সময় তার গতিরোধ করা হয় । পরবর্তীতে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ৩টি লাগেজ খুলে মোট তার ভেতরে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় ২৮০ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট সহ যাত্রী বাহার উদ্দিনকে আটক করা হয়। কাস্টমসের কর্মকর্তাদের চোখ ফাঁকি দিতেই কলকাতা থেকে সে এসব বিদেশী সিগারেটের চালানটি ঢাকায় নিয়ে এসছেন। ইদ্বারকৃত বিদেশী সিগারেট গুলো ইজি স্পেশাল ব্র্যান্ডের তৈরী। জব্দকৃত বিদেশী সিগারেটের বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা।
ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিমের কর্মকর্তারা আজ আরও জানান, প্রাথমিক জ্জিাসাবাদে অঅটককৃত যাত্রী বাহার উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতিত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের উপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এ সব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জব্দকৃত বিদেশী সিগারেট গুলো বর্তমানে কাস্টমস এর হেফাজতে আছে। আটককৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।