
এস.এম.মনির হোসেন জীবন : শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা আজ ঢাকা হযরত শাহজালাল আন্তার্তিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ২ জন যাত্রীর নিকট থেকে আমদানি নিষিদ্ধ ২৩,৪০০ শলাকা বিদেশি সিগারেট ও ২৩২ গ্রাম স্বর্ণ সহ তাদেরকে আটক করেছে। সিগারেট গুলো ১১৭ কার্টনে ভর্তি ছিল। আটককৃত যাত্রীরা হলেন মোঃ পারভেজ , পাসপোর্ট নং-এবি-৭১৯৮৭২৫-; বাড়ি-ফটিকছড়ি, চট্টগ্রাম, এবং আলিম বিজে-০৬৯১৯৩৮, দোহার, ঢাকা। পৃথক ঘটনায় আটক পণ্যের শুল্ককরসহ মূল্য প্রায় ১৭ লক্ষ ৭০ হাজার টাকা।
আজ বুধবার দুপুরে হযরত শাহজালাল আন্তার্তিক বিমানবন্দরে গ্রিন চ্যানেল ও ব্যাগেজ বেল্ট এলাকায় থেকে বিদেশী সিগারেট ও সোনার বার উদ্বার করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মঈনুল খান আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আজ বুধবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে দুবাই থেকে আসা নাইন-ডবিøও-২৭২ ফ্লাইটের একটি বিমান ঢাকা হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। তখন গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি বজায় রাখে। ওই বিমানের যাত্রী পারভেজ ২ নং বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে স্ক্যানিং ফাঁকি দিয়ে গ্রিন চ্যানেল দ্রত গতিতে অতিক্রম করে চলে যাওয়ার প্রাক্কালে তাকে গতিরোধ করা হয় এবং পরবর্তীতে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার সাথে থাকা ১ টি লাগেজ খুলে ২৩,৪০০ শলাকা আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট উদ্বার সহ যাত্রী মো: পারভেজকে আটক করা হয়।
শুল্ক গোযেন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা আজ আরও জানান, বিদেশী সিগারেট গুলো উটঘঐওখখ, গঙঘউ, ঊঝঝঊ ডানহিল,মন্ড ও ইজি ব্র্যান্ডরে তৈরী। আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতিত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের উপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পণ্যের শুল্ককরসহ আটক পণ্যের মূল্য প্রায় ১৭ লক্ষ ৪০ হাজার টাকা।
অপর দিকে, একই ফ্লাইটে দুবাই থেকে নাইন-ডবিøও-২৭২ ফ্লাইটে আসা আলিম নামে অপর ১ জন যাত্রীর পকেট থেকে গোপনে অভিযান চালিয়ে ২৩২ গ্রাম ওজনের ২টি সোনারবার সহ তাকে আটক করা হয়। প্রাথমিক জিঞ্জাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। আটককৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে দুই যাত্রীর বিরুদ্বে প্রয়োজনীয় আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।