শাহজালাল বিমানবন্দরে মানবদেহে গায়ের রং ফর্সা করার ১০ লাখ টাকার ঔষধ আটক

এস,এম মনির হোসেন জীবন : ঢাকা হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দরে এয়ার-ফ্রেইটের জিপিও সর্টিং সেন্টারে কসমেটিক্স ঘোষণায় আমদানি নিয়ন্ত্রিত ঔষধের চালান আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃপক্ষ। এ সব ইনজেকশন গায়ের রং ফর্সা করার জন্য মানবদেহে ইনজেক্ট করা হয়। এ ধরনের অননুমোদিত ঔষধ আমদানি জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। আটক পণ্যের বর্তমান আনুমানিক মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। এঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
আজ বুধবার দুপুরে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দরে এয়ার-ফ্রেইটের জিপিও সর্টিং সেন্টারে কসমেটিক্স থেকে এসব বিদেশী ঔষধের চালান স্ক্যানিং এর মাধ্যমে আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড.মঈনুল খান আজ বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডিজি ড.মঈনুল খান আজ জানান,শুল্ক গোয়েন্দার নিকট গোপন সংবাদ ছিল যে, মালয়েশিয়া থেকে আসা আমদানি নিয়ন্ত্রিত ঔষধের পণ্য চালানটি ঔষধ প্রশাসন এর অনুমতি ব্যতিরেকে আজ হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দরের জিপিও সর্টিং সেন্টারে কসমেটিক্স খালাস নেওয়া হবে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে আজ দুপুর সাড়ে ১২টার দিকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের এয়ারফ্রেইটের জিপিও সেন্টারে অবস্থান নেয়। সন্দেহ জনক পণ্য চালানটি শনাক্ত করে স্ক্যানিং এর মাধ্যমে নিশ্চিত হয়ে আটক করা হয়।
গোপন সংবাদ অনুযায়ী পণ্য চালানটি মালয়েশিয়া হতে (এমএইচ-০১১২) এর মাধ্যমে কুয়ালালামপুর হতে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। পণ্য চালানটরি র্আটকিলে নম্বর ঊছ ০০০৪০৭৩৪১গণ, প্রেরকের নাম ঞধস চবহম ঝবহম, ঘড়.৪৭, ঔধষধহ চঁঃৎর ঔধুধ ১২, ঞধসধহ চঁঃৎর ঔধুধ ৪৩২০০ ঈযবৎধং ঝবষধহমড়ৎ গধষধুংরধ। প্রাপকের নাম কযড়হফড়শবৎ ঋধৎঁমঁব অযসবফ, ২৬৫/৩, গরফফষব চরৎবনধম গরৎঢ়ৎ, ১২১৬ উযধশধ, ইধহমষধফবংয। পণ্য চালানটিতে কসমেটিক্স ঘোষণা থাকলেও ইনভেন্ট্রি করে ৪৯১পিস ইনজেকশনের ভায়াল পাওয়া যায়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর অফিস সুত্রে জানা যায়, আমদানি নীতি আদেশ ২০১৫-২০১৮ এর শর্ত ২৬ (১৬) মোতাবেক এ ধরনের ঔষধ শর্তযুক্ত পণ্য-যা আমদানির ক্ষেত্রে ঔষধ প্রশাসন থেকে পূর্বানুমতি গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। অথচ শুল্ক গোয়েন্দা কর্তৃক ইনভেন্ট্রিকালে প্রাপ্ত দলিলাদি যাচাই করে দেখা যায় কসমেটিক্স ঘোষণা দেয়া আছে। কিন্তু এই চালানে ঔষধ প্রশাসন থেকে পূর্বানুমতি নেওয়া হয়নি।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা আজ আর ও জানান, দি কাস্টমস এ্যাক্ট, ১৯৬৯ এর ধারা-৩২ ও আমদানি নীতি আদেশ ২০১৫-২০১৮ এর অনুচ্ছেদ-২৬ (১৬)এর বিধান অনুসরণ না করে ঔষধ আমদানি করায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর দি কাস্টমস্ এ্যাক্ট, ১৯৬৯ এর ধারা ১৬৮ এর ক্ষমতাবলে পণ্য চালানটি আটক করে। আটক করা বিদেশী এসব পণ্যের বাজার আনুমানিক মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। এ ধরনের অননুমোদিত ঔষধ আমদানি জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, এ সব ইনজেকশন গায়ের রং ফর্সা করার জন্য মানবদেহে ইনজেক্ট করা হয়। শুল্ক গোয়েন্দার নজরদারিতে এই পণ্য চালানটি আটক করা সম্ভব হয়েছে। এই চালানটির ক্ষেত্রে দি কাস্টমস্ এ্যাক্ট, ১৯৬৯ অনুযায়ী মামলা মামলা দায়ের করা হয়েছে।